আনোয়ারা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ৪ কোটি ২০ লাখ টাকা মূল্যের ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার হয়েছেন। এ সময় তাদের বাসা তল্লাশি করে নগদ ১৮ লাখ টাকাও উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের আব্দুস সবুরের ছেলে মো. আব্দুল্লাহ আল নোমান (২৫) এবং মো. আবু হানিফ (২২)। তারা সহোদর।
সেনাবাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২১ এডি রেজিমেন্ট আর্টিলারির ক্যাপটেন নাফিসের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানের সময় ইয়াবা ব্যবসায়ী মিজানুর রহমান বাবু (৩৫) পালিয়ে গেলেও দুই মাদক কারবারি ধরা পড়ে।
তাদের বাসা তল্লাশির সময় ১৮ লাখ টাকা উদ্ধার করা হয় এবং পরে পুরাতন টয়লেট থেকে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, “সেনাবাহিনীর অভিযানে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ১৮ লাখ টাকা উদ্ধার হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পর আদালতে পাঠানো হবে।”
তিনি আরও জানান, “৫ আগস্টের পর এটিই মাদকের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযান। মাদক নির্মূলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।”
Leave a Reply