1. rahimsaikat7@gmail.com : dctgmin :
ইপসার দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন - Daily Chittagong
December 5, 2024, 12:53 am

ইপসার দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন

  • Update Time : Sunday, November 17, 2024
  • 33 Time View

চট্টগ্রামের বাঁশখালী উপ‌জেলা অ‌ফিসার্স ক্লাব হলরু‌মে ১৭ নভেম্বর -২০২৪ খ্রী র‌বিবার দিনব‌্যাপী ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন ইপসার আয়োজনে  জিএফএফও, সেভ দ্য চিলড্রেন সহায়তায় বাস্তবায়িত “Child centred anticipatory Action for Better Preparedness of Communities and Local  in Northern and Coastal Areas of Bangladesh” প্রকল্পের উদ্যোগে স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাঁশখালী উপ‌জেলার পুকু‌রিয়া, সাধনপুর, কালীপুর ও বৈলছ‌ড়ি এলাকার স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যাক্রম পরিচালনা ক‌রেন।

পাহাড়ের ধরণ, পাহাড়ধসের কারণ, ঝুঁকি সমূহ, ঝুঁকি নিরসনের উপায় সম্পর্কিত সেশন পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও গবেষক ড. ইকবাল সরোয়ার, প্রচলিত পূর্বাভাস/ আগাম সতর্কবার্তা সম্পর্কিত সেশন পরিচালনা করেন বাংলাদেশ আবহাওয়া ও সম্প্রচার কেন্দ্র, চট্টগ্রাম এর  ইন্সপেক্টর, আবহাওয়া বিজ্ঞানী উজ্জ্বল কান্তি পাল । উন্নয়ন কর্মী কল‌্যাণ বড়ুয়ার স্বাগত বক্তব‌্য ও সঞ্চালনায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় সা‌র্বিক তদার‌কি ক‌রেন ইপসার প্রজেষ্ট অফিসার মাহিনুর আক্তার,এপিও রিযাজ উদ্দিন তালুকদার, মুহাম্মদ এনামুল ইসলাম সহ দা‌য়িত্বশীল কর্মকর্তা ।

উল্লেখ্য  এন্টিসিপেটরী এ্যাকশন
প্রকল্প কার্যক্রমে সাথে সংশ্লিষ্ট উপ‌জেলা স্বেচ্ছাসেবকদের সামগ্রিক দক্ষতা উন্নয়ন,  দুর্যোগের পূর্বপ্রস্তুতিমূলক কার্যক্রমে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ নিশ্চিতকরা, আগাম প্রস্তুতিমূলক কাজে ভূমিকা নির্ধারণ এবং প্রকল্প সংশ্লিষ্ট বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক সেশন পরিচালিনার মাধ্যমে ভলান্টিয়ারদের কার্যক্রমকে গতিশীল এবং কর্মপদ্ধতি নির্ধারণ করতে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

One response to “ইপসার দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন”

  1. Ataul Hakim says:

    Excellent Work

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Chittagong
Theme Customized By BreakingNews