1. rahimsaikat7@gmail.com : dctgmin :
দেশ সেরা অগ্রগামী শিক্ষক লুৎফুন্নিছা - Daily Chittagong
January 31, 2025, 2:43 am

দেশ সেরা অগ্রগামী শিক্ষক লুৎফুন্নিছা

  • Update Time : Saturday, December 7, 2024
  • 26 Time View

রহিম সৈকত ▪️
এটুআই বাংলাদেশে পরিচালিত শিক্ষকদের সর্ববৃহৎ প্ল্যাটফর্ম শিক্ষক বাতায়নে ডিসেম্বর মাসে দেশসেরা অগ্রগামী শিক্ষক (নেতৃত্ব ক্যাটাগরিতে) মনোনীত হয়েছেন কৃষ্ণকুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (প্রাত:) লুৎফুন্নিছা খানম। বুধবার এটুআই কর্তৃপক্ষ মেইলের মাধ্যমে এবং শিক্ষক বাতায়ন প্ল্যাটফর্মে এই তথ্য নিশ্চিত করেছে।

লুৎফুন্নিছা খানম শিক্ষাক্ষেত্রে একটি উদাহরণ সৃষ্টি করেছেন। শিক্ষার্থীদের নিয়ে ৩০টি প্রজেক্টে কাজ করার পাশাপাশি তিনি আন্তর্জাতিক স্তরে বিভিন্ন দেশ, যেমন- ইংল্যান্ড, আমেরিকা, আর্জেন্টিনা, রুমানিয়া, নাইজেরিয়া, তাইওয়ান, তাঞ্জানিয়া, ঘানা, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, নেপাল, ভারত, পাকিস্তান এবং আফগানিস্তানের সাথে যৌথভাবে কাজ করেছেন। তাঁর নেতৃত্বে জামালখান কুসুম কুমারী স্কুল আন্তর্জাতিকভাবে দুটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে—ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড (২০১৬-২০১৯ এবং ২০২১-২০২৩) এবং কমনওয়েলথ সায়েন্স ক্লাস কম্পিটিশন ২০১৭-এ যৌথভাবে বিশ্বসেরা হওয়ার সম্মান। তাছাড়া, চর চাকতাই সিটি কর্পোরেশন স্কুলের উদ্যোগে দ্যা ইকোনমিস্ট আয়োজিত টপিক্যাল টক ফেস্টিভ্যালে বিশ্বে দশম স্থান অর্জিত হয়েছে।

লুৎফুন্নিছা খানম শিক্ষাক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করার জন্য বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে রয়েছে আইপিডিসি প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০১৯, দ্য ডেইলি স্টার স্টেলার উইমেন ২০২৩, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক বিশেষ শিক্ষক সম্মাননা (২০২২), এবং ইউনেস্কো বাংলাদেশ আয়োজিত প্রতিযোগিতায় বিশ্ব শিক্ষক দিবস ২০২১-এ সেরা শিক্ষক পুরস্কার। তিনি জাতীয় মাল্টিমিডিয়া কনটেন্ট প্রতিযোগিতা ২০১৯-এর বিজয়ী এবং শিক্ষক বাতায়নের সেরা কনটেন্ট নির্মাতা হিসেবেও খ্যাত।

তাঁর কর্মদক্ষতা আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে। তিনি ব্রিটিশ কাউন্সিল স্কুলস অ্যাম্বাসেডর এবং ২০১৭ সাল থেকে শিক্ষক বাতায়নের জেলা অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৩ সাল থেকে তিনি ইংরেজি বিষয়ে প্রশিক্ষক এবং ২০১৭ সাল থেকে ইংরেজি ও আইসিটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করছেন। এছাড়াও তিনি থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং ফুলব্রাইট স্কলারশিপ প্রোগ্রামের অধীনে আমেরিকা, ইংল্যান্ড ও স্লোভেনিয়ায় প্রশিক্ষণ ও সম্মেলনে অংশগ্রহণ করেছেন।

লুৎফুন্নিছা খানমের নিরলস প্রচেষ্টা এবং স্বপ্নীল মনোভাব শিক্ষার্থীদের জীবন পরিবর্তনে ভূমিকা রাখছে। শিক্ষা ক্ষেত্রে তাঁর এই অবদানের জন্য তিনি সারা দেশের শিক্ষক সমাজের কাছে এক অনুপ্রেরণা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Chittagong
Theme Customized By BreakingNews