শিক্ষার্থীদের ২১শতাব্দীর চ্যালেন্জ মোকাবেলায় প্রতিযোগিতাপূর্ন বিশ্বের সাথে তাল মিলাতে বাঁশখালীতে প্রথম বারের মত বাঁশখালীর সর্ববৃহৎ বেসরকারি বৃত্তিপ্রকল্প হেলথকার্ড বিডি বৃত্তি পরীক্ষা’২৪ আজ ২৮ ডিসেম্বর (শনিবার) সকাল ১০ টায় বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বাঁশখালীর বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলের ১ম থেকে ১০ম শ্রেণির প্রায় সাতশত এর অধিক শিক্ষার্থী এই আয়োজনে অংশগ্রহণ করে। বৃত্তি পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসব ও খুশির আমেজ বিরাজমান ছিল।
মেধা ও সৃজনশীলতার অবমূল্যায়নের সন্ধিক্ষণে কোমলমতি শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এবং নৈতিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে প্রতিযোগীতামূলক এমন বৃত্তি পরীক্ষার আয়োজন বলে উল্লেখ করেন হেলথকার্ড বিডি বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান ইমরানুল হক ।সাথে ছিলেন ভাইস চেয়ারম্যান ইয়াসমিন সোলতানা। এ সময় তারা শিক্ষার্থীদের পরীক্ষার খোঁজ-খবর নেন এবং উপস্থিত হেলথ্কার্ড বিডি বৃত্তির কার্যনির্বাহী ও অভিভাবকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবতা ফাউন্ডেশন এর উপদেষ্টা হাফেজ মাওলানা মোজহেরুল হক, বাঁশখালী শাখার পরিচালক জসীম উদ্দীন, অর্থ সম্পাদক নুর উদ্দীন, প্রচার সম্পাদক আবদুল্লাহ আল জিসান । তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিক ও অভিভাবকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তারা মানবতা ফাউন্ডেশন নিয়মিত কার্যক্রম তুলে ধরে বলেন,এই ফাউন্ডেশন মানবিক ও দেশপ্রেমিক নাগরিক তৈরির অন্যন্য এক প্রতিষ্ঠান।
কেন্দ্র প্রধানের দায়ীত্ব পালন করেন রবিউল হোসাইন মানিক, সহকারী কেন্দ্র প্রদানের দায়ীত্ব পালন করেন তছনিমা সেলতানা। পরিক্ষা নিয়ন্ত্রকের দায়ীত্ব পালন করেন প্রকৌশলী শহিদুল ইসলাম।
এছাড়াও অতিথি হিসেবে হল পরিদর্শনে আসেন উম্মে হাবিবা, উম্মে সালমা,উম্মে আরবিনা সোলতানা সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলের সম্মানিত শিক্ষক ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।
Leave a Reply