অতিদ্রুত সময়ের মধ্যে ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করে এবং ২৪ ঘন্টার মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এ সময় তিনি ভারতে বসে বাংলাদেশকে নিয়ে সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণাও দেন।
বুধবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম মহানগরীর টাইগার পাস মোড় চত্বরে চিন্ময়কে ঘিরে সংঘর্ষে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষে আয়োজিত শোক এবং সম্প্রীতি সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় টাইগার পাস চত্বরে উপস্থিত ছাত্রজনতাকে ইসকন জঙ্গি, স্বৈরাচারের সঙ্গীসহ নানা ধরনের স্লোগান দিতে দেখা গেছে। এছাড়া সাতকানিয়া, বাঁশখালী সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ হয়েছে।
Leave a Reply