1. rahimsaikat7@gmail.com : dctgmin :
ব্রাজিলিয়ান রেফারিকে ‘কাপুরুষ’ বলেছিলেন মেসি - Daily Chittagong
November 23, 2024, 4:19 pm

ব্রাজিলিয়ান রেফারিকে ‘কাপুরুষ’ বলেছিলেন মেসি

  • Update Time : Saturday, November 16, 2024
  • 7 Time View

বাংলাদেশ সময় শুক্রবার ভোরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে অপ্রত্যাশিতভাবে ২-১ গোলে হেরে যায় আর্জেন্টিনা। সেদিন আর্জেন্টিনার হারের পাশাপাশি রেফারিকে শাসিয়ে আলোচনায় আসেন লিওনেল মেসিও।

কড়া ফাউল করার পরও প্রতিপক্ষ খেলোয়াড়কে কার্ড না দেখানোতেই মূলত খেপে গিয়েছিলেন মেসি। এমনকি রেফারির দিকে আঙুল তুলে উত্তেজিত ভঙ্গিতে কথা বলতেও দেখা যায় তাঁকে। সেই ঘটনার পর এবার রেফারির উদ্দেশে মেসি কী বলেছিলেন, তা–ও জানা গেছে।

প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে ঘটনার শুরু ৩৩ মিনিটে। বাজে একটি ফাউলের কারণে এ সময় হলুদ কার্ড দেখেন প্যারাগুয়ের ডিফেন্ডার ওমর আলদেরেতে। তবে এই সতর্কবার্তাতেও কাজ হয়নি। চার মিনিট পর আরও ফাউল করে বসেন আলদেরেতে। এবার তাঁর শিকার ছিলেন মেসি। তবে আর্জেন্টিনার খেলোয়াড়দের জোরালো দাবির মুখেও আলদেরেতেকে দ্বিতীয় হলুদ কার্ড দেখাননি ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন দারোঙ্কো।

এই ব্যাপারটা একেবারেই ভালো লাগেনি মেসির। বিরতিতে যাওয়ার সময় মাঠেই ঝেড়েছেন রাগ। সে সময় মেসি রেফারিকে কী বলেছিলেন, সেটাই এবার সামনে এসেছে। ক্রীড়াবিষয়ক পোর্টাল এসবিএস স্পোর্টস জানিয়েছে, মেসি সে সময় আঙুল তুলে দারাঙ্কোর উদ্দেশে বলেছিলেন, ‘তুমি একজন কাপুরুষ, আমি তোমাকে পছন্দ করি না।’ এর মধ্যে আরেকটি খবর হচ্ছে এমন আচরণের কারণে শাস্তির মুখেও পড়তে পারেন মেসি।

তবে বিতর্ক সেখানেই থামেনি, সংবাদ সম্মেলনেও রেফারিকে অন্যভাবে কাঠগড়ায় তুলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। সংবাদ সম্মেলনে রেফারিং নিয়ে জানতে চাওয়া হলে স্কালোনি বলেছেন, ‘অনেক কিছুই বলতে পারি…কিন্তু সেসব অর্থহীন ও অজুহাত মনে হবে। তাই এসব না বলাই ভালো, তাতে অজুহাত মনে হবে না এবং লোকেও এভাবে ভাববে না। মাঠে কী ঘটেছে আমরা সবাই দেখেছি। ফলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’

স্কালোনি এ সময় আরও যোগ করেন, ‘এসব থেকে আমি অনেক কিছুই শিখেছি। কোনো কিছু সঠিক প্রমাণ করতে এসব অজুহাতের মতো শোনায় এবং লোকেও অন্যভাবে দেখে। তাই এসব পেছনে ফেলে আসাই ভালো।’

রেফারির ওপর সেদিন খেপেছিলেন আর্জেন্টিনার স্ট্রাইকার লাওতারো মার্তিনেজও। আর্জেন্টিনার হয়ে একমাত্র গোল করা এই ইন্টার তারকা বলেন, ‘আমি তাঁকে (দারোঙ্কো) বলেছি, ওর (আলদেরেতে) মাঠে থেকে যাওয়া এবং গোল করা উচিত হয়নি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Chittagong
Theme Customized By BreakingNews