1. rahimsaikat7@gmail.com : dctgmin :
জুলাই বিপ্লবের শহীদ পরিবারকে এক লাখ টাকা অনুদান দেবে চসিক - Daily Chittagong
December 4, 2024, 11:23 pm

জুলাই বিপ্লবের শহীদ পরিবারকে এক লাখ টাকা অনুদান দেবে চসিক

  • Update Time : Friday, November 29, 2024
  • 13 Time View

জুলাই বিপ্লবে শহীদ প্রতিটি পরিবারকে এক লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। পাশাপাশি চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিমের নামে একটি পার্ক নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় কাজীর দেউড়ি মোড়ে চট্টগ্রাম জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এই ঘোষণা দেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রামকে একটি নিরাপদ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার জন্য যত বেআইনি অস্ত্র ও অবৈধভাবে বৈধ করা অস্ত্র রয়েছে, তা উদ্ধার করতে হবে। এছাড়া সন্ত্রাসীদের গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”

তিনি নির্মাণ শ্রমিকদের সুরক্ষার ওপর জোর দিয়ে বলেন, “দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে সহায়তা দিতে সিটি করপোরেশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ভবন মালিকদের পক্ষ থেকে শ্রমিক পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে। শ্রমিকদের কোনো নির্যাতন বা হয়রানি সহ্য করা হবে না।”

সভায় প্রধান বক্তা হিসেবে চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর নির্মাণ শ্রমিকদের ঝুঁকিপূর্ণ কর্মপরিবেশের কথা উল্লেখ করেন। তিনি মালিকদের অতিরিক্ত মুনাফার লোভে শ্রমিকদের সুরক্ষাবেষ্টনী ছাড়া কাজ করানোর সমালোচনা করে শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা কামাল হোসেন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক সাহেদ বক্স, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক জাকির হোসেন।

এছাড়া বিভিন্ন ওয়ার্ড ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন। বক্তারা নির্মাণ শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Chittagong
Theme Customized By BreakingNews