1. rahimsaikat7@gmail.com : dctgmin :
অভিষেক-ঐশ্বর্যার দাম্পত্য নিয়ে মন্তব্য সালমান খানের - Daily Chittagong
December 5, 2024, 8:32 am

অভিষেক-ঐশ্বর্যার দাম্পত্য নিয়ে মন্তব্য সালমান খানের

  • Update Time : Saturday, November 16, 2024
  • 13 Time View

১৭ বছরের দাম্পত্যে সত্যিই ইতি টানছেন অভিষেক-ঐশ্বর্যা? বলি পাড়ায় নানা জল্পনার মাঝে বারবার উঠে আসছে এই তারকা জুটির বিচ্ছেদের খবর। আজকাল প্রায় কোনও পারিবারিক অনুষ্ঠানে বচ্চন পরিবারের সঙ্গে দেখা যায় না ঐশ্বর্যাকে। ফলে ফিসফাস পরিণত হয়েছে গুঞ্জনে। অবশ্য এই বিষয়ে সরাসরি মন্তব্য আজ পর্যন্ত শোনা যায়নি বচ্চন পরিবার অথবা ঐশ্বর্যা কারও মুখেই। সম্প্রতি, বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিষেক। এই আবহে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে অভিষেক -ঐশ্বর্যাকে নিয়ে করা সলমনের একটি মন্তব্য। যা বহু বছর আগে তিনি করেছিলেন। 

ছোটপর্দার এক জনপ্রিয় চ্যাট শো-এ হাজির হয়েছিলেন তিনি। সেখানে তাঁকে ঐশ্বর্যার সমন্ধে প্রশ্ন করা হয়। এও জিজ্ঞেস করা হয়, ঐশ্বর্যার সঙ্গে তাঁর সম্পর্ক কি বিষিয়ে উঠেছিল? যা শুনে খানিকক্ষণ চুপ থাকেন সলমন। এরপর বলে ওঠেন, ” জবাবে কি-ই বা বলতে পারি এখন? আমার মনে হয়, চুপ করে থাকাটাই বেশি ভাল। ব্যক্তিগত জীবন ব্যক্তিগত থাকাই উচিত। প্রশ্নের জবাবে যদি আত্মরক্ষার স্বার্থে আমি কিছু বলিও তখন মনে হবে সেই মানুষটিকে আমি ছোট করছি যে এক সময় আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। তাই চুপ করে থাকাটাই সবথেকে ভাল। “

ঐশ্বর্যা এবং অভিষেকের দাম্পত্য নিয়ে যে মন্তব্য তিনি করেছিলেন, তা তখন ততটা শোরগোল না তুললেও সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের আনাচেকানাচে। ঠিক কী বলেছিলেন ঐশ্বর্যার প্রাক্তন? ” নদীতে বহু জল গড়িয়ে গিয়েছে। সে এখন খুব সুন্দর এক পরিবারের অংশ। আমি সত্যিই তার জন্য খুব খুশি। আন্তরিকভাবে খুশি। অভিষেক-ও খুব দারুণ ছেলে। একজন প্রাক্তন হিসাবে সেই মানুষটির শুভকামনা আপনার করা উচিত যে আপনার জীবনের সঙ্গে কখনও গভীরভাবে জড়িয়ে ছিল।” 

কিছুদিন আগেই শোনা গিয়েছে ‘গ্রে ডিভোর্স’-এর পথে হাঁটছেন বচ্চন দম্পতি। সম্প্রতি, সমাজমাধ্যমে ডিভোর্স সম্পর্কিত একটি পোস্টে ‘লাইক’ দিয়েছেন অভিষেক। ফলে, জল্পনা বেড়েছে আরও। আর এসবের মাঝেই এমন এক কাণ্ড করলেন অভিষেক ও বচ্চন পরিবারের বাকিরা, যা এই জল্পনার বেড়েছে আরও। আর এসবের মাঝেই এমন এক কাণ্ড করলেন অভিষেক ও বচ্চন পরিবারের বাকিরা, যা এই জল্পনার আওয়াজকে বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। গত ১ নভেম্বর ছিল ঐশ্বর্যার জন্মদিন। সূত্রের খবর, নিজের ৫১ তম জন্মদিনে বচ্চন বাড়ির থেকে দূরেই‌ ছিলেন তিনি। বিয়ের পর থেকে প্রতি বছর নিয়ম করে ঐশ্বর্যাকে সমাজমাধ্যমে মিষ্টি করে জন্মদিনের শুভেচ্ছা জানালেও এবারে তা থেকে নিজেকে বিরত রেখেছেন অভিষেক! কারণ? এখনও অজানা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Chittagong
Theme Customized By BreakingNews